এই কয়েকদিন আগের ঘটনা। দিল্লি টেস্টে ব্যাট করছিলেন বিরাট কোহলি। ডাবল সেঞ্চুরি পেরিয়ে ট্রিপল সেঞ্চুরির দিকে ছুটছিলেন ভারতীয় অধিনায়ক। এসময় সময় দিল্লির ধুলায় অসুস্থ হয়ে পড়েন লঙ্কান দুই ক্রিকেটার। মাঠের মধ্যে বমি করে ফেলেন তারা। পরে মাস্ক পরে ফিল্ডিংয়ে নেমেছিলেন শ্রীলঙ্কার ১০ ক্রিকেটার। একমাত্র লঙ্কান উইকেটকিপার ডিকভেলাকেই দেখা গিয়েছিল মাস্ক ছাড়া। পরবর্তীতে এমন ছবিই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই চারদিকে খেলার প্রসঙ্গ ছাপিয়ে নজর কাড়ে দিল্লির ধুলা।
ভারতীয় গণমাধ্যম এবেলার খবর, নাটক, পালটা নাটক, দোষারোপ, অসুস্থতা — সব মিলিয়ে ক্রিকেট ছাপিয়ে শিরোনামে সেই দিল্লির ‘কুখ্যাত’ দূষণ। যার জেরে বর্হিজগতে দেশের সুনাম নষ্ট হল।
খবরে বলা হয়, তাৎপর্যপূর্ণ ঘটনা হল, শ্রীলঙ্কা যখন ব্যাট করছে, তখন অবশ্যও কোনো মাস্ক ছাড়াই দেখা গেছে তাদের। আবার এই টেস্ট ম্যাচে একবারের জন্যও মাস্ক পরেননি কোনো আম্পায়ার, ভারতীয় ক্রিকেটার এবং দর্শকরাও। এই বৈপরীত্যই আবার জন্ম দিয়েছে নতুন বিতর্কের।
বীরেন্দ্র শেভাগের অভিযোগ, বিরাটের ট্রিপল সেঞ্চুরি রুখতেই নাকি 'মাস্ক নাটকে' নেমেছিল শ্রীলঙ্কা। ‘‘দূষণ যখন এতই, ব্যাটিং করার সময়ে মাস্ক পরছেন না কেন শ্রীলঙ্কার ক্রিকেটাররা’’, প্রশ্ন তুলেছেন দেশটির আরেক তারকা ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি।
খবরে আরও বলা হয়, হতে পারে বিরাটকে রুখতে শ্রীলঙ্কা নাটক করেছে। দ্বীপরাষ্ট্রের অন্য কোনো চালও লুকিয়ে থাকতে পারে এর পিছনে। তবে খেলার মাঠে দিল্লির দূষণ যেভাবে দেশের মুখ পোড়াল, তা উদ্ধার করবে কে? কোহলির ডাবল সেঞ্চুরিতেও যে সেই ক্ষতে প্রলেপ পড়বে না।
বিডি-প্রতিদিন/০৯ ডিসেম্বর, ২০১৭/মাহবুব