ফের অধিনায়ক ধোনিকে দেখা যেতে চলেছেল বাইশ গজে। তবে আন্তর্জাতিক ক্রিকেটে নয়, আইপিএলে নতুন দলের হয়ে।
গত বুধবার ছিল আইপিএলের গর্ভনিং কাউন্সিলের বৈঠক। সেই বৈঠকের পরেই জানানো হয়, আইপিএলের প্রতিটি ফ্র্যাঞ্চাইজি সর্বাধিক পাঁচজন ক্রিকেটারকে ধরে রাখতে পারবে তাদের পূর্বের স্কোয়াডের থেকে।
তাৎপর্যপূর্ণ ঘটনা হল, চেন্নাই সুপার কিংস এবং রাজস্থান রয়্যালসের প্রত্যাবর্তন ঘটছে আসন্ন মৌশুমে। আইপিএলের গর্ভনিং কাউন্সিলের নতুন নির্দেশের অর্থ দুই বছর আগে পুণে, গুজরাটের মতো অন্তর্বর্তীকালীন দলগুলোর কাছে যেসকল ক্রিকেটারদের হারাতে হয়েছিল চেন্নাই, রাজস্থানকে, সেই ক্রিকেটারদের ফিরিয়ে আনার সুযোগ থাকছে তাদের সামনে।
বেশ কিছু দল চেন্নাই ও রাজস্থানকে ‘রিটেনশন’ নীতির সুবিধে দেওয়ার বিরোধী ছিল। তবে এই পলিসিতে চেন্নাইকে ধোনিকে রিটেন করে নেতা বাছার সুযোগ করে দেওয়া হল। চেন্নাই সুপার কিংসের ভেতরের খবর, ফের ধোনিই হতে চলেছেন তাদের নেতা।
ফেব্রুয়ারিতেই আইপিএলের নিলাম। আইপিএলের গর্ভনিং কাউন্সিল তাদের বৈঠকে প্রতিটি ফ্র্যাঞ্চাইজির বাজেটও বাড়িয়ে দিয়েছে। আগে ৬৬ কোটি টাকার দল গড়তে পারত দলগুলি। নতুন নিয়মে এই বাজেট ৮০ কোটি টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর