ভারতের হয়ে যখন খেলতেন তখনও বেশ শান্ত মেজাজেই দেখা যেত লক্ষ্মণকে। কিন্তু শান্ত স্বভাবের সেই লক্ষ্মণই এবার ট্রোল করলেন সাবেক শ্রীলঙ্কান তারকা ক্রিকেটার রাসেল আর্নল্ডকে।
তবে লক্ষ্মণের থেকে ট্রোল্ড হওয়ার পিছনে সম্পূর্ণ ভাবে দায়ী আর্নল্ড স্বয়ং। টুইটারে আর্নল্ড লেখেন, “টেস্ট সিরিজে আমরা ১-০ ব্যবধানে হেরেছি ঠিকই, কিন্তু একটা বিষয় আমি নিশ্চিত করতে পারি যে, ওয়ান ডে সিরিজে আমরা ৫-০ ব্যবধানে হারব না, যেমনটা কিছু মাস আগে হয়েছিল।”
পাঁচ ম্যাচের নয়, ভারতের সঙ্গে তিন ম্যাচের সিরিজ খেলবে শ্রীলঙ্কা। রাসেলের এই টুইটের পরই তাকে ট্রোল করেন লক্ষ্মণ। রাসেলকে টুইটারে লক্ষ্মণ লেখেন, “তোমার ভবিষ্যতদ্বাণী মিথ্যা হবে না এটা নিশ্চিত রাসেল। কেন না এটা ৩ ম্যাচের সিরিজ।”
শুধু লক্ষ্মণই নয়, রাসেলের এই টুইটের পর তাকে ট্রোল করতে থাকেন ভারতীয় সমর্থকরাও। ১০ ডিসেম্বর থেকে ভারত বনাম শ্রীলঙ্কা এক দিনের সিরিজ শুরু হবে। প্রথম ম্যাচ ১০ ডিসেম্বর ধর্মশালায়, দ্বিতীয় ম্যাচ ১৩ ডিসেম্বর মোহালিতে এবং সিরিজের শেষ ম্যাচটি খেলা হবে ১৭ ডিসেম্বর বিশাখাপত্তনমে।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর