৯ বছরের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে ভারতকে জিতিয়েছেন বহু ম্যাচ। রবীন্দ্র জাদেজার অলরাউন্ড পারফরম্যান্সের সৌজন্যে বহু সিরিজ নিজেদের করে নিয়েছে ভারত।
কিন্তু অদ্ভুত ভাবে এই জাদেজার নামই ভুলে গেলেন এক ক্রিকেট সমর্থক। শুধু ভুলে যাওয়াই নয়, তাকে সাবেক ভারতীয় ক্রিকেটার অজয় জাদেজার সঙ্গেও গুলিয়ে ফেলেন সেই সমর্থক।
আর এতেই চরম চটে যান রবীন্দ্র জাদেজা। শুক্রবার টুইট করে নিজের ক্ষোভের বহিঃপ্রকাশ করেন জাদেজা। টুইটে এই ক্রিকেটার লেখেন, “এক জন আমার কাছে এসে বলে দারুণ বল করেছ অজয়। সত্যিই তুমি গত ম্যাচে দারুণ বল করেছ। ৯ বছর হয়ে গেল আন্তর্জাতিক ক্রিকেট খেলছি কিন্তু এখনও লোকে আমার নাম মনে রাখেনি।”
আই এবং ৪০টি টি২০ ম্যাচ খেলেছেন রবীন্দ্র জাদেজা। ৩৪টি টেস্টে খেলে জাদেজার ঝুলিতে আছে ১৬৫টি উইকেট, ১৩৬টি ওডিআইতে জাডেজার উইকেট সংখ্যা ১৫৫টি এবং টি২০তে জাদেজার মোট উইকেট ৩১টি। ব্যাট হাতেও জাতীয় দলের হয়ে জাদেজার পারফরম্যান্স নজরকাড়া।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর