হ্যামিলটন টেস্টে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে ওয়েস্ট ইন্ডিজ। সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনের শেষে নিউজিল্যান্ড তুলেছে ৭ উইকেট হারিয়ে করেছে ২৮৬ রান।
কিউদের পক্ষে জিৎ রাভাল করেছেন ৮৪ রান। অধিনায়ক কেন উইলিয়ামসনের ব্যাট থেকে এসেছে ৪৩ রান। কলিন ডি গ্র্যান্ডহোম করেছেন ৫৮ রান।
শনিবার টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ। শ্যানন গ্যাব্রিয়েল পেলেন ৩ উইকেট। মিগুয়েল কামিন্সের দখলে ২ উইকেট। উল্লেখ্য, ওয়েলিংটনে সিরিজের প্রথম টেস্ট জিতে নিয়েছে নিউজিল্যান্ড।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর