ঘরের মাঠে সেভিয়াকে নিয়ে রীতিমতো গোল উৎসবে মেতে উঠলো রিয়াল মাদ্রিদ। জোড়া গোল করেছেন পর্তুগীজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। আলো ছড়ালেন আশরাফ হাকিমি, মার্কো আসেনসিও-টনি ক্রুসরাও। অার তাতে রিয়াল মাদ্রিদ পেল বিশাল এক জয়।
শনিবার সান্তিয়াগো বার্নাব্যুতে ৫-০ গোলে জিতেছে জিদান শিষ্যরা। ঘরের মাঠে এই নিয়ে সেভিয়ার বিপক্ষে টানা ১১ ম্যাচ জিতল রিয়াল; লিগে নয়টি, কোপা দেল রেতে দুটি।
এই জয়ে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার সঙ্গে ব্যবধান ৫ পয়েন্টে নামিয়ে আনলো জিনেদিন জিদানের দল। ১৫ ম্যাচে নয় জয় ও চার ড্রয়ে ৩১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠেছে রিয়াল। ৩৬ পয়েন্ট নিয়ে সবার উপরে এক ম্যাচ কম খেলা বার্সেলোনা। ১৫ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে সেভিয়া।
বিডি প্রতিদিন/ ১০ ডিসেম্বর, ২০১৭/ ই জাহান