দুর্দান্ত ফর্মে আছে অ্যাটলেটিকো মাদ্রিদ। আর সেই ধারাবাহিকতায়ই লা লিগায় সেভিয়াকে তাদের মাঠেই ৫-২ গোলে উড়িয়ে দিয়ে টানা পঞ্চম জয় পেয়েছে দিয়েগো সিমিওনের দল। অন্যদিকে, চলতি মৌসুমে প্রথম হ্যাটট্রিকের স্বাদ পেয়েছেন অ্যাটলেটিকো মাদ্রিদের ফরোয়ার্ড আঁতোয়ান গ্রিজমান।
এই জয়ে একটা প্রতিশোধও নেওয়া হলো অ্যাটলেটিকো মাদ্রিদের। গত জানুয়ারিতে এই সেভিয়ার কাছে হেরেই কোপা দেল রের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছিল সিমিওনের শিষ্যরা।
রবিবার সেভিয়ার মাঠে ম্যাচের ২৯ মিনিটে অ্যাটলেটিকোর হয়ে প্রথম গোলটি করেন লা লিগায় শততম ম্যাচ খেলতে নামা দিয়েগো কস্তা। এরপর ৪২ মিনিটে নিজের প্রথম গোলে ব্যবধান দ্বিগুণ করেন গ্রিজমান। সেভিয়ার এক ডিফেন্ডারের ক্লিয়ার করতে যাওয়া হেডে বল বক্সের সামনে পেয়েছিলেন গ্রিজমান। সেখান থেকে তিন খেলোয়াড়ের মাঝ দিয়ে খানিকটা এগিয়ে গিয়ে ডান পায়ের শটে বল জালে পাঠান ফরাসি ফরোয়ার্ড।
দ্বিতীয়ার্ধের শুরুতেই (৫০ মিনিট) বক্সের ভেতর কস্তাকে ফাউল করেন সেভিয়ার গোলরক্ষক। তাতে পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোলটা করেন গ্রিজমান। ৬৫ মিনিটে সেভিয়া ডিফেন্ডারদের ভুলে অ্যাটলেটিকোর চতুর্থ গোলটা করেন কোকে। আর ৮১ মিনিটে ছয় গজ বক্সের সামনে থেকে সহজেই গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন গ্রিজমান।
পরে ৮৫ ও ৮৯ মিনিটে পাবলো সারাবিয়া ও নলিতোর গোল শুধু সেভিয়ার পরাজয়ের ব্যবধানই কমাতে পারে।
বিডি প্রতিদিন/২৬ ফেব্রুয়ারি, ২০১৮/ওয়াসিফ