টেস্ট ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অনেকেই। সেই তালিকায় নাম লিখিয়েছেন ইংল্যান্ডের অলরাউন্ডার মঈন আলীও। তার মতে জনপ্রিয়তা অনেকটাই কমে গেছে টেস্ট ক্রিকেটের। তবে এমনটা মানতে নারাজ ড্যারেন লেহম্যান। অস্ট্রেলিয়ান কোচ মনে করেন, বিশ্বেজুড়ে টেস্ট ক্রিকেট এখনও ভালোভাবেই ‘বেঁচে’ আছে।
সম্প্রতি টেস্ট ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মঈন। এ ব্যাপারে লেহম্যানের মতামত জানতে চাইলে ডারবানে ক্রিকেট অস্ট্রেলিয়াকে তিনি বলেন, ‘না, আমি একমত নই। অ্যাশেজের দর্শক অসাধারণ ছিল বলে আমি মনে করি। আমাদের দর্শক ছিল দুর্দান্ত। আমার মনে হয়, তারা অতীতের সব রেকর্ড ভেঙেছে। সেটা মাঠে, টিভিতে দেখে কিংবা রেডিওতে শুনে, যা-ই হোক না কেন। এটা অসাধারণ একটা সিরিজ ছিল। আমি নিশ্চিত নই, এটা (উদ্বেগ) কোথা থেকে এসেছে, মঈনের থেকে। তবে এটা তার মতামত।’
বিডি প্রতিদিন/২৬ ফেব্রুয়ারি, ২০১৮/ওয়াসিফ