পাকিস্তান সুপার লিগে (পিএসএল) লাহোর কালান্দার্সের হয়ে আঁটসাঁট বোলিং করে চলেছেন বাংলাদেশি কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। তবুও হারের বৃত্ত থেকে বের হতে পারছে না তার দল। নিজেদের তৃতীয় ম্যাচে করাচি কিংসের কাছে ২৭ রানে হেরেছে লাহোর। ১৫৯ রান তাড়ায় দলটি থামে ১৩২ রানে।
দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে সোমবার পঞ্চম ওভারে বোলিংয়ে আসেন মুস্তাফিজ। প্রথম বলেই ফিরিয়ে দেন বাবর আজমকে। মুখোমুখি হওয়া প্রথম বল ব্যাটে খেলতে পারেননি এই টপ অর্ডার ব্যাটসম্যান। লেগ-মিডল স্টাম্পের ফুল লেংথ বলে ফিরে যান এলবিডব্লিউ হয়ে।
সেই ওভারটি মেডেন নেন মুস্তাফিজ। পিএসএলে তার প্রথম। পরের তিন ওভারে আর উইকেট পাননি বাঁহাতি পেসার। তবে খুব বেশি রানও দেননি। ৪ ওভারে ১৩টি বল ডট করান তিনি।
এর আগে প্রথম ম্যাচে ২২ রানে ২ উইকেট নেন মুস্তাফিজ। পরের ম্যাচে দুই ওভারে ১০ রান দিয়ে থাকেন উইকেটশূন্য।
প্রতি ম্যাচেই দলের সবচেয়ে মিতব্যয়ী বোলার তিনিই।
বিডি প্রতিদিন/২৭ ফেব্রুয়ারি ২০১৮/এনায়েত করিম