নিউজিল্যান্ড ক্রিকেট দলের অধিনায়ক কেন উইলিয়ামসনের হ্যামিস্ট্রিং স্ট্রেইন চোটে পড়েছেন। ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে তাই প্রায় অনিশ্চিত উইলিয়ামসন।
কিউইদের কোচ মাইক হেসন তার চোটাঘাতের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি আরও জানান, উইলিয়ামসন যদি বুধবারের খেলতে না পারে, তবে দলকে নেতৃত্ব দেবে পেসার টিম সাউদি। আর মিডলঅর্ডার ব্যাটসম্যান মার্ক চ্যাপম্যানকেও তৈরি রাখা হয়েছে।
পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ইংল্যান্ডকে তিন উইকেটে হারিয়ে ১-০তে এগিয়ে রয়েছে স্বাগতিক নিউজিল্যান্ড। মাউন্ট মাউঙ্গাউনিতে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে দু’দল। ম্যাচটি দিবা-রাত্রির অনুষ্ঠিত হবে।
দ্বিতীয় ওয়ানডে জয় পেলে কিউইরা ঘরের মাঠে একটি মাইলফলক স্পর্শ করবে। ৫০ ওভারের ফরম্যাটে এর আগে টানা ১০ জয়ের রেকর্ড রয়েছে দলটি।
বিডিপ্রতিদিন/ ২৭ ফেব্রুয়ারি, ২০১৮/ ই জাহান