পায়ে সফল অস্ত্রোপচার শেষে হাসপাতাল ছেড়েছেন ব্রাজিলিয়ান আইকন নেইমার। তার পুনর্বাসন প্রক্রিয়া চলবে নিজ বাড়িতেই। দু’দিন আগে তার অপারেশন সম্পন্ন হয়।
বেলো হরিজন্তের মাতের দেই হাসপাতাল থেকে ব্যক্তিগত জেট বিমানে চড়ে রিও ডি জেনিরোর উপকূলীয় শহর ম্যানগারাতিবায় নিজের বিলাশবহুল বাড়িতে যান নেইমার। পিএসজি সুপারস্টার প্যারিসে ফিরবেন কবে তা এখনও স্পষ্ট নয়।
এদিকে, ফ্র্যাকচার হওয়া ডান পায়ের পাতার হাড়ের (পঞ্চম মেটাটারসাল) সার্জারি থেকে সেরে উঠে কবে নাগাদ ট্রেনিংয়ে ফিরতে পারবেন তা জানতে ৬ সপ্তাহ সময় লাগবে। তিন মাস পর রাশিয়ায় বসছে বিশ্বকাপ আসর। ওয়ার্ল্ডকাপে সেরা নেইমারকে পাওয়া যাবে কিনা সেটিই সেলেকাওদের শঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে।
তবে নেইমারের অপারেশন করা ব্রাজিলিয়ান ডাক্তার রদ্রিগো লাসমার বলেছেন রিকোভারি টাইম তিন মাস পর্যন্ত যেতে পারে, ঠিক বিশ্বকাপের আগে।
বিডি প্রতিদিন/৫ মার্চ, ২০১৮/ওয়াসিফ