স্বাধীনতার ৭০ বছর পূর্তি উপলক্ষ্যে ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজ 'নিদাহাস ট্রফি' খেলবে শ্রীলঙ্কা। বাকি দুই দল ভারত ও বাংলাদেশ। তবে বিরাটহীন ভারতকে ফেভারিট মানছেন না অধিনায়ক রোহিত। ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে মঙ্গলবার শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ম্যাচে নামছে টিম ইন্ডিয়া। সদ্য দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ জয়ী ভারতীয় দলকে অবশ্য টুর্নামেন্টের ফেভারিট বলছেন লঙ্কা কোচ।
দীর্ঘ দু’মাসের দক্ষিণ আফ্রিকা সফর শেষে অধিনায়ক বিরাট কোহলি ও মহেন্দ্র সিং ধোনিসহ বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটারকে বিশ্রাম দিয়েছেন নির্বাচকরা। ফলে এক তরুণদের নিয়ে দ্বীপরাষ্ট্র অভিযানে টিম ইন্ডিয়া। তাই নিজেদের ফেভারিট মানতে নারাজ রোহিত।
এ ব্যাপারে ভারত অধিনায়ক বলেন, ‘আমরা নিজেদের ফেভারিট হিসেবে ধরছি না। টি-টোয়েন্টি ফরমেটে আগে থেকে কিছু বলা যায় না। আমাদের দুই প্রতিপক্ষই কঠিন। আমরা ভালো লড়াইয়ের কথা ভেবেই মাঠে নামব।’
ত্রিদেশীয় সিরিজে ভারত-শ্রীলঙ্কা ছাড়াও খেলবে বাংলাদেশ। রোহিতরা দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে নামবে বৃহস্পতিবার।
বিডি প্রতিদিন/৬ মার্চ, ২০১৮/ওয়াসিফ