ইংলিশ প্রিমিয়ার লিগে ক্রিস্টাল প্যালেসের মাঠে দুর্দান্ত এক জয় তুলে নিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ২-০ গোলে পিছিয়ে থেকেও স্বাগতিকদের হারের লজ্জা দিয়েছে রেড ডেভিলসরা।
সেলহ্রাস্ট পার্কে আতিথিয়েতা নিতে গিয়ে অঘটনের শিকার হতে যাচ্ছিল ম্যানইউ। ম্যাচের ১১ মিনিটেই আন্দ্রোস টাউনসেন্ডের গোলে পিছিয়ে পড়ে ম্যানইউ। আর বিরতির পর প্রাট্রিক ফন অ্যানহল্টের শটে আরও একটি গোল হলে চাপে পড়ে মরিনহো শিবির। তবে হাল ছাড়েনি ম্যানইউ। ৫৫ মিনিটে স্মলিং ও ৭৬ মিনিটে লুকাকুর গোলে সমতায় ফেরে দলটি। আর নির্ধারিত সময়ের পর মাতিকে গোলে জয় নিয়েই মাঠ ছাড়ে তারা।
এ জয়ে ২৯ ম্যাচে ১৯ জয়, পাঁচটি ড্র ও সমান হারে ৬২ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে উঠে এলো ম্যানইউ। তবে সমান ম্যাচে ৭৮ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটি শিরোপা প্রায় নিশ্চিত করে ফেলেছে।
বিডি প্রতিদিন/৬ মার্চ, ২০১৮/ওয়াসিফ