চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর ফিরতি লেগে নেইমারকে ছাড়াই রিয়াল মাদ্রিদের বিপক্ষে মাঠে নামছে পিএসজি। তবে এরই মধ্যে চোট কাটিয়ে অনুশীলনে ফিরেছেন উঠেছেন ফরাসি ফরোয়ার্ড কাইলিয়ান এমবাপে।
ম্যাচ-পূর্ববর্তী সংবাদ সম্মেলনে সোমবার পিএসজি কোচ উনাই এমেরি বলেন, ‘এমবাপে গতকাল স্কোয়াডের সঙ্গে স্বাভাবিকভাবেই অনুশীলন করেছে। নেইমার বাদে শুধু হাভিয়ের পাস্তোরে অনুশীলনে ছিল না। নেইমার ছাড়া সব খেলোয়াড়ই আগামীকাল রিয়াল মাদ্রিদের বিপক্ষে খেলার জন্য প্রস্তুত।’
প্রথম লেগে রিয়ালের মাঠে ৩-১ গোলে হারের পর ঘরের মাঠে ফিরতি লেগে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছে পিএসজি।
বিডি প্রতিদিন/৬ মার্চ, ২০১৮/ওয়াসিফ