শ্রীলঙ্কায় নিদাহাস ট্রফি শুরুর আগে প্রস্তুতি ম্যাচে প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে ১৮৬ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।
এদিন ওপেনার সৌম্য সরকার ও তিন নম্বরে নামা সাব্বির রহমান ফের ব্যর্থ হয়েছেন। সৌম্য সরকার স্কোরবোর্ডে কোনও রান যোগ না করেই সাজঘরে ফিরেছেন প্রথম ওভারেই। আর ১০ বলে ১ রান করেছেন সাব্বির রহমান।
তবে আরেক ওপেনার লিটন দাস, উইকেটকিপার মুশফিকুর রহিম ও অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদের ব্যাটে ভর করে ১৮৬ রান তুলতে সক্ষম হয় সফরকারী বাংলাদেশ। এদিন ৪৪ বলে ৬৫ রানের মারকুটে ইনিংস খেলেন মুশি। আর ২৭ বলে ৪৩ রান করেন মাহমুদুল্লাহ। ৩ ছক্কা ও ৪ চারে ১৮ বলে ৪০ রানের ঝড়ো ইনিংস খেলেন লিটন দাস।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ২০ ওভারে ১৮৬/৫ (লিটন ৪০, সৌম্য ০, সাব্বির ১, মুশফিক ৬৫, মাহমুদউল্লাহ ৪৩, আরিফুল ১৫*, নুরুল ১২*; ফার্নান্দো ২/২২, ড্যানিয়েলস ১/১৪, কুমারা ১/৫০, ভ্যান্ডারসে ০/৩৯, থিকশালা ১/১০, সান্দাকান ০/৫০)
বিডিপ্রতিদিন/ ০৬ মার্চ, ২০১৮/ ই জাহান