শ্রীলঙ্কায় আজ থেকে শুরু হতে যাওয়া ত্রিদেশীয় টি-টোয়েন্টি নিদাহাস ট্রফিতে ভারতকেই এগিয়ে রাখছেন স্বাগতিক দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহে। তবে টুর্নামেন্টের তৃতীয় দল বাংলাদেশের চেয়ে নিজেদেরকে মানসিকভাবে কিছুটা এগিয়ে রাখছেন টাইগারদের এই প্রাক্তন কোচ।
সোমবার কলম্বোয় সংবাদ সম্মেলনে হাথুরুসিংহে বলেছেন, ‘আপনি যদি র্যাঙ্কিংয়ের দিকে তাকান, এই টুর্নামেন্টে ভারত সবার ওপরে। তারা সব সময় অন্য দলগুলোর চেয়ে এগিয়ে থেকে শুরু করে। ভারতের হয়ে যে-ই খেলুক না কেন, তারা এখনও খুবই শক্তিশালী দল।’
তিনি আরও বলেন, ‘আমাদের শুরুটা ভালো করতে হবে, কারণ সম্প্রতি দেশের মাটিতে আমরা ভালো করতে পারিনি। আর বাংলাদেশের বিপক্ষে শেষ সিরিজের কারণে তাদের চেয়ে আমরা মানসিকভাবে কিছুটা এগিয়ে থাকব।’
টুর্নামেন্টে তিন দলই খেলবে তাদের নিয়মিত অধিনায়ককে ছাড়া! ভারত অধিনায়ক বিরাট কোহলিকে বিশ্রাম দেওয়া হয়েছে। বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান ও শ্রীলঙ্কার অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস চোটের কারণে খেলতে পারবেন না।
ভারত-শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে মঙ্গলবার শুরু হচ্ছে নিদাহাস ট্রফি। প্রত্যেক দল খেলবে চারটি করে ম্যাচ, ফাইনাল ১৮ মার্চ।
বিডি প্রতিদিন/৬ মার্চ, ২০১৮/ওয়াসিফ