চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর ফিরতি লেগে চেলসির বিপক্ষে বার্সেলোনার মিডফিল্ডার আন্দ্রেস ইনিয়েস্তার খেলা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। এর আগে রবিবার ন্যু ক্যাম্পে লা লিগায় অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে ম্যাচের ২২ মিনিটে পায়ে ব্যথা পান ইনিয়েস্তা। পরে ৩৬ মিনিটে মাঠ ছাড়েন ৩৩ বছর বয়সি এই মিডফিল্ডার।
পরে বার্সেলোনা ইনিয়েস্তার হ্যামস্ট্রিং চোটের কথা নিশ্চিত করেছে। পরীক্ষার পর জানা যাবে, ঠিক কতদিন মাঠের বাইরে থাকতে হবে তাকে।
এদিকে ১৪ মার্চ ন্যু ক্যাম্পে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর ফিরতি লেগে বার্সার মুখোমুখি হচ্ছে চেলসি। গুরুত্বপূর্ণ এই ম্যাচে ইনিয়েস্তার খেলা নিয়ে তাই শঙ্কা থেকেই যাচ্ছে। এর আগে স্ট্যামফোর্ড ব্রিজে প্রথম লেগের ম্যাচ ১-১ গোলে ড্র হয়েছিল।
এছাড়া আগামী শনিবার লা লিগায় মালাগার বিপক্ষে ম্যাচটিও মিস করবেন ইনিয়েস্তা।
বিডি প্রতিদিন/৬ মার্চ, ২০১৮/ওয়াসিফ