ত্রিদেশীয় সিরিজে মাঠে নামার আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কা প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে ৪১ রানের বড় জয় পেয়েছে টাইগাররা। মঙ্গলবার কলম্বো ক্রিকেট ক্লাব মাঠে প্রথম ব্যাট করে মুশফিকুর রহিমের অর্ধশতকের ওপর ভর করে ৫ উইকেটে ১৮৬ রান করে বাংলাদেশ। জবাবে শ্রীলঙ্কা প্রেসিডেন্ট একাদশ গুটিয়ে যায় ১৪৫ রানে।
এদিন, ওপেনার সৌম্য সরকার(০) ও তিন নম্বরে নামা সাব্বির রহমান(১০ বলে ১ রান) ব্যর্থ হলেও মুশফিকের ৬৫ রানের পাশাপাশি ওপেনার লিটন দাসের ৪০ এবং মাহমুুদুল্লাহ রিয়াদের ৪৩ রানের ওপর ভর করে ১৮৬ রান করে টাইগাররা। এছাড়া আরিফুল ১৫ এবং নুরুল হাসান ১২ রানে অপরাজিত থাকেন।
১৮৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে বাংলাদেশি বোলার তোপের মুখে পড়ে ১৪৫ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা প্রেসিডেন্ট একাদশ। দুটি করে উইকেট নিয়ে জয়ে দারুণ ভূমিকা রাখেন রুবেল হোসেন ও তাসকিন আহমেদ। ৩ ওভার বোলিং করে রুবেল ১৯ রান দেন আর তাসকিন ৩ ওভারে দিয়েছেন ১৬ রান। ১টি করে উইকেট দখল করেছেন আবু হায়দার, সৌম্য সরকার ও নাজমুল ইসলাম।
বিডি-প্রতিদিন/০৬ মার্চ, ২০১৮/মাহবুব