ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে টস জিতে ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন শ্রীলঙ্কার অধিনায়ক দিনেশ চান্দিমাল। ধোনি-কোহলিবিহীন এই সিরিজে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা।
ধোনি-কোহলি ছাড়াও এই সিরিজটিতে খেলছেন না অলরাউন্ডার হার্দিক পাণ্ডে, দুই তারকা পেসার ভুবনেশ্বর কুমার ও জাসপ্রিত বুমরাহ। লঙ্কান শিবিরে ইনজুরির কারণে নেই অভিজ্ঞ অ্যাঞ্জেলো ম্যাথুস।
দুই দিন পর নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে ভারত। রাউন্ড রবিন পদ্ধতিতে প্রত্যেকে দু’বার করে একে অপরের বিপক্ষে লড়বে। ফাইনাল ১৮ মার্চ। একমাত্র ভেন্যু কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে সবকটি ম্যাচই শুরু বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।
বিডি প্রতিদিন/০৬ মার্চ ২০১৮/এনায়েত করিম