টেস্ট ফরম্যাটে ক্যারিয়ার সেরা বোলিং র্যাঙ্কিংয়ের পেলেন অস্ট্রেলিয়ার বাঁ-হাতি পেসার মিচেল স্টার্ক। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান সিরিজে ডারবান টেস্টে ম্যাচ সেরা হওয়া স্টার্ক আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে বোলারদের তালিকায় ৮০৫ রেটিং নিয়ে পঞ্চমস্থানে উঠে এসেছেন। ম্যাচে বল হাতে ১০৯ রানে ৯ উইকেট শিকার করেন তিনি। চার ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ১১৮ রানে জয় পায় অস্ট্রেলিয়া।
২০১৬ সালের ডিসেম্বরে ক্যারিয়ার সেরা অবস্থানে র্পৌছেছিলেন স্টার্ক। ওইবার তার অবস্থান ছিল ষষ্ঠ। বোলারদের র্যাঙ্কিংয়ে উন্নতির সাথে সাথে অলরাউন্ডারদের তালিকাতেও উপরে উঠেছেন স্টার্ক। বল হাতে ৯ উইকেট শিকারের সাথে ব্যাট হাতে ৪২ রান করায় অলরাউন্ডারদের তালিকায় পঞ্চমস্থানে উঠে এসেছেন স্টার্ক। এখানে তার রেটিং ৩১২। ৪২১ রেটিং নিয়ে এই তালিকায় সবার উপরে বাংলাদেশের সাকিব আল হাসান।
ডারবান টেস্টে ব্যাটসম্যানদের মধ্যে একমাত্র সেঞ্চুরি ছিল দক্ষিণ আফ্রিকার ওপেনার আইডেন মার্করামের। ম্যাচের চতুর্থ ও দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংসে ১৪৩ রান করেন তিনি। প্রথম ইনিংসে ৩২ রান করেছিলেন তিনি। তাই আইসিসি র্যাঙ্কিংয়ে ব্যাটসম্যানদের তালিকায় ২৮ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা ১৯তম স্থানে জায়গা করে নিয়েছেন মার্করাম।
ক্যারিয়ারের সপ্তম টেস্ট শেষে ৩টি সেঞ্চুরি ও ২টি হাফ-সেঞ্চুরিতে ৬৯৫ রান নিয়ে আইসিসি র্যাঙ্কিংয়ে শীর্ষ ২০ এ নিজেকে তুললেন মার্করাম। তার এই অর্জন বিশ্ব ক্রিকেটে চোখে পড়ার মত।
আইসিসি র্যাঙ্কিংয়ে ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষে রয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথ। ৯৪৭ রেটিং নিয়ে সবার উপরে তিনি। ৯১২ রেটিং নিয়ে দ্বিতীয়স্থানে ভারতের অধিনায়ক বিরাট কোহলি।
বিডি প্রতিদিন/০৬ মার্চ ২০১৮/এনায়েত করিম