দক্ষিণ আফ্রিকা সফরে অসাধারণ পারফর্মেন্স দেখিয়ে সম্প্রতি মুম্বাইয়ে ফিরেছেন বিরাট কোহলি। বর্তমানে অবসর সময় কাটছে তার। এবার আর ক্রিকেট নয়, নাচ দিয়ে খবরের শিরোনাম হলেন তিনি।
শুধু ক্রিকেট নয়, নাচেও ভালোই দক্ষ বিরাট। ইনস্টাগ্রামে ব্যাপকহারে তার নাচের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। যাতে বিয়ের অনুষ্ঠানে বিরাটকে নাচতে দেখা গেছে। এতে তার স্ত্রী আনুশকা শর্মাকে দেখা যায়নি। তবে আনুশকার বাবা-মা বিরাটের সঙ্গে ছিল। ক্রিকেটার শিখর ধাওয়ান ছিলেন সেই বিয়ের অনুষ্ঠানে।
বিয়ের অনুষ্ঠানেই বরের সঙ্গে নাচতে দেখা গেছে বিরাটকে। 'বান্টি অর বাবলি' ছবির 'কাজরা রে' গানে ঝড় তুলেছিলেন ঐশ্বরিয়া রাই। সেই গানের তালে তালেই বন্ধুর বিয়েতে নেচেছেন বিরাট। সূত্র: এনডিটিভি
বিডি প্রতিদিন/৭ মার্চ, ২০১৮/ফারজানা