মোহাম্মদ শামির বিরুদ্ধে স্ত্রীর পরকীয়ার অভিযোগ আনার ২৪ ঘণ্টার পার না হতেই মুখ খুললেন ভারতীয় ক্রিকেট দলের তারকা এই পেসার। ফেসবুকে এক পোস্টে তার বিরুদ্ধে ওঠা বিবাহ বহির্ভূত সম্পর্কের সমস্ত অভিযোগকে মিথ্যা বলে দাবি করেছেন তিনি।
শামি বলেন, তার বিরুদ্ধে উঠা পরকীয়ার অভিযোগ মিথ্যা। তার ক্রিকেট ক্যারিয়ার নষ্ট করার জন্য চক্রান্ত করে তাকে ফাঁসানো হয়েছে বলেও তিনি দাবি করেন।
এর আগে, মঙ্গলবার শামির স্ত্রী হাসিন জাহান ফেসবুকে একটি পোস্ট দেন। যেখানে ফেসবুক ম্যাসেঞ্জারে একজন নারীর সঙ্গে মোহাম্মদ সামির চ্যাটের স্ক্রিন শট দিয়েছেন। সেই সঙ্গে লিখেছেন, ‘শামি’স এনজয়মেন্ট।
বিডি-প্রতিদিন/০৭ মার্চ, ২০১৮/মাহবুব