স্বামীর বিরুদ্ধে অভিযোগ জানাতে থানায় গেলেন মহম্মদ সামির স্ত্রী হাসিনা জাহান। বুধবার আইনজীবীকে সঙ্গে নিয়েই কলকাতার লালবাজার থানায় গেলেন তিনি। মহম্মদ সামির নামে দায়ের করলেন অভিযোগ। অভিযোগে জানালেন, সামির বিবাহ-বহির্ভূত সম্পর্ক থেকে শুরু করে মারধর, মানসিক নির্যাতনের কথাও।
এর আগে গতকাল মঙ্গলবার দুপুর নাগাদ ফেসবুকে একটি পোস্ট করেছিলেন সামির স্ত্রী। এক অন্য নারীর সঙ্গে সামির কথোপকথন নিজের ফেসবুক প্রোফাইলে তুলে ধরেন হাসিনা। যা রীতিমতো শোরগোল ফেলে দেয়। যদিও বুধবার পাল্টা পোস্ট করে নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেন ভারতের জাতীয় দলের এই তারকা ক্রিকেটার।
সামি লেখেন, ‘এগুলির কোনওটাই সত্যি নয়, তার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ আনা হচ্ছে। তার ক্যারিয়ার নষ্ট করার জন্য এই কাজ করা হয়েছে।’
এদিকে, মঙ্গলবার রাতে সামির স্ত্রী হাসিন জাহানের আইনি উপদেষ্টা আইনজীবী জাকির হোসেন জানান, ‘সামি মঙ্গলবার সন্ধা বেলায় স্ত্রী হাসিনাকে ফোন করে বলেছে, সে বিয়ে করেছে এক পাকিস্তানি মেয়েকে। যা হাসিনার মোবাইলে রেকর্ড রয়েছে। কতটা বাজে মানুষ হতে পারে সামি তা বাইরের কেউ জানেন না।’
বিডি প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর