বিসিসিআই'র কেন্দ্রীয় চুক্তির বাইরে রাখা হল মহম্মদ সামিকে৷ ফেসবুকে সামির একাধিক নারীসঙ্গের অভিযোগ আনেন তারই স্ত্রী হাসিন জাহান৷ যার জেরেই বোর্ডের এই পদক্ষেপ৷
টিম ইন্ডিয়ার নিয়মিত সদস্য হওয়ার সুবাদে বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে থাকার কথা ছিল শামির৷ জায়গা পেতে পারতেন ‘এ প্লাস’ বা ‘এ’ গ্রেডে৷ বাস্তবে দেখা যায় চারটি গ্রেডের কোথাও রাখা হয়নি শামিকে৷
বিসিসিআই'র কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটর্সের তরফে অবশ্য ইঙ্গিত দেওয়া হয়েছে যে, সামি সম্পর্কে তাদের কাছে স্পষ্ট কোনও ধারণা নেই৷ তাই আপাতত তাকে সরিয়ে রাখা হয়েছে চুক্তির আওতা থেকে৷ সামির বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পর্কে স্বচ্ছ ধারণা পাওয়া গেলে তার চুক্তির ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেবে বোর্ড৷
এবছর বোর্ডের গ্রেডেশন সিস্টেমে রদবদল করা হয়েছে৷ 'এ'-এর বদলে সর্বোচ্চ গ্রেড করা হয়েছে ‘এ প্লাস’৷ চার স্তরীয় গ্রেডেশনে বাকি তিনটি ধাপ আগের মতোই ‘এ’, ‘বি’ ও ‘সি’৷
‘এ প্লাস’ গ্রেডের ক্রিকেটাররা পাবেন বছরে ৭ কোটি টাকা৷ এই তালিকায় রয়েছেন অধিনায়ক বিরাট কোহলি, স্টপ গ্যাপ অধিনায়ক রোহিত শর্মা, ওপেনার শিখর ধাওয়ান ও দুই পেসার ভুবনেশ্বর কুমার এবং জসপ্রীত বুমরাহ৷ এই পাঁচজন ক্রিকেটারই তিন ফর্ম্যাটে জাতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করেন৷
‘এ’ গ্রেডের ক্রিকেটাররা পাবেন বছরে ৫ কোটি টাকা৷ এই তালিকায় আছেন রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, মুরলি বিজয়, চেতেশ্বর পূজারা, অজিঙ্কা রাহানে, ধোনি ও ঋদ্ধিমান সাহা৷
‘বি’ গ্রেডের ক্রিকেটারদের বার্ষিক পারিশ্রমির নির্ধারন করা হয়েছে ৩ কোটি টাকা৷ লোকেশ রাহুল, উমেশ যাদব, কুলদীপ যাদব, যুবেন্দ্র চাহাল, হার্দিক পান্ডিয়া, ইশান্ত শর্মা ও দীনেশ কার্তিক ‘বি’ গ্রেডে জায়গা পেয়েছেন৷
‘সি’ গ্রেডের বার্ষিক এক কোটি টাকার চুক্তিতে রয়েছেন কেদার যাদব, মণীশ পান্ডে, অক্ষর প্যাটেল, করুণ নায়ার, সুরেশ রায়না, পার্থিব প্যাটেল ও জয়ন্ত যাদব৷
বিডি প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর