নিদাহাস ট্রফির শুরুটা মোটেও ভালো হয়নি টিম ইন্ডিয়ার। প্রথম ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কা ১৭৫ রান তাড়া করে অনায়াসে জয় তুলে নেয়। তবে বৃহস্পতিবার বাংলাদেশের বিপক্ষে জয় তুলে টুর্নামেন্টে নিয়ে ঘুরে দাঁড়াতে চায় রোহিত-ধাওয়ানরা।
এ ব্যাপারে রোহিত শর্মা বলেন, ‘আগের ম্যাচে আমাদের বোলাররা তাদের সামর্থের সবকিছু দিয়ে চেষ্টা করেছে। কিন্তু কখনও কখনও আপনি যা চাইবেন, যেভাবে চাইবেন সেভাবে আসবে না। আমি মনে করি আমাদের বোলিং লাইন-আপ বেশ অভিজ্ঞ। যদিও পরিবেশ-পরিস্থিতি ভিন্ন, তবে তারা ভালো পারফর্ম করছে। আমি আত্মবিশ্বাসী যে পরের ম্যাচে আমরা ঘুরে দাঁড়াব।’
কলম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশ সময় বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হবে ম্যাচটি।
বিডি প্রতিদিন/৮ মার্চ, ২০১৮/ওয়াসিফ