শ্রীলঙ্কায় ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে ভারতের বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচের শুরুটা মোটেও ভালো হল না টাইগারদের। টস হেরে ব্যাটিংয়ে নেমে নিজেকে মেলে ধরতে ব্যর্থ হন ওপেনার সৌম্য সরকার।
ব্যাক্তিগত ১৪ রান করে জয়দেব উনাদকাতের বলে যুজভেন্দ্র চাহালের তালুবন্দি হন সৌম্য। অপর প্রান্তে আছেন আরেক ওপেনার তামিম ইকবাল।
এর আগে সিরিজের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার কাছে হার মানে ধোনি-কোহলিবিহীন ভারত। ১৭৫ রানের টার্গেট পাঁচ উইকেট ও ৯ বল হাতে রেখে অনায়াসেই টপকে যায় স্বাগতিক শিবির।
অন্যদিকে সাকিব আল হাসানকে ছাড়াই আজ মাঠে নামছে টাইগার শিবির। আঙুলের ইনজুরি পুরোপুরি সেরে না ওঠায় প্রতিযোগিতামূলক ম্যাচের বাইরে বিশ্বসেরা অলরাউন্ডার।
বাংলাদেশ একাদশ
তামিম ইকবাল, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), লিটন দাস, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, নাজমুল ইসলাম অপু, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান।
অপরিবর্তিত ভারতীয় একাদশ
রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, সুরেশ রায়না, মানিশ পাণ্ডে, রিশভ প্যান্ট, দিনেশ কার্তিক (উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর, বিজয় শংকর, জয়দেব উনাদকাত, যুজভেন্দ্র চাহাল, শারদুল ঠাকুর।
বিডি প্রতিদিন/৮ মার্চ, ২০১৮/ওয়াসিফ