সাবেক অজি অধিনায়ক স্টিভ স্মিথের শাস্তি অনেকটাই কঠোর হয়েছে বলে মনে করেন দক্ষিণ আফ্রিকার তারকা ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্স৷ অজি-প্রোটিয়া টেস্ট সিরিজে বল বিকৃতিতে জড়িয়ে এক বছরের জন্য ক্রিকেট থেকে নির্বাসিত হয়েছেন স্টিভ স্মিথ৷ ওই বিতর্কিত টেস্ট সিরিজের অংশ ছিলেন এবি ডি ভিলিয়ার্সও৷
বুধবার এক ব্রিটিশ সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এবিডি জানান, ‘পুরো ঘটনাটা জটিল আকার নিয়েছে৷ বিষয়টা এমন এক জায়গায় পৌঁছেছে যেখান অভিযুক্ত অজি ক্রিকেটাররা ব্যক্তিগতস্তরে কষ্ট পেলেন৷ আমার ওদের জন্য খারাপ লাগে৷ বিশেষ করে স্মিথের জন্য কষ্ট হয়৷ ও অনেকটাই কঠোর শাস্তি পেয়েছে৷’
কেপটাউন টেস্টের তৃতীয় দিনে ম্যাচ চলাকালীন অজি ওপেনার ক্যামেরন ব্যানক্রফটের বল বিকৃত করার ঘটনা টিভি ক্যামেরাতে ধরা পড়ে৷ পরে জানা যায় এই ঘটনায় জড়িয়ে রয়েছেন দলের অধিনায়ক স্মিথ এবং সহ অধিনায়ক ওয়ার্নারও৷
সাংবাদিক সম্মেলনে এসে পুরো ঘটনা স্বীকার করে নেন তিন অজি ক্রিকেটার৷ ‘স্যান্ড পেপারগেট’ নামে পরিচিত এই বল বিকৃতির ঘটনায় সমালোচনার ঝড় ওঠে বিশ্ব ক্রিকেটে৷ এরপরই স্মিথ ও ওয়ার্নারকে ১ বছর এবং ক্যামেরন ব্যানক্রফটকে ৯ মাস ক্রিকেট থেকে নির্বাসন দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া৷
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর