খাগড়াছড়িতে রিজিয়ন কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে লংগদু জোন একাদশ। শুক্রবার খাগড়াছড়ি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে প্রতিপক্ষ মহালছড়ি জোন একাদশকে ১-০ গোলে হারায় তারা। ফাইনাল খেলা উপভোগ করতে জেলা স্টেডিয়ামে বিপুল লোক সমাগম ঘটে।
খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত ৭টি জোনের মধ্যে আয়োজিত সম্প্রীতি টুর্নান্টের ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন ভারত প্রত্যাগত শরণার্থী পুনর্বাসন টাস্কফোর্সের চেয়ারম্যান (প্রতিমন্ত্রী) কুজেন্দ্র লাল ত্রিপুরা।
এসময় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, খাগড়াছড়ি রিজিয়নের অধিনায়ক ব্রি: জেনারেল আব্দুল মোতালেবসহ উর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/২৮ এপ্রিল, ২০১৮/ফারজানা