ইংল্যান্ডের ক্রিকেট বোর্ড (ইসিবি) নতুন একটি ক্রিকেট টুর্নামেন্টের সংস্করণের ঘোষণা দিয়েছে। ক্রিকেটের '১০০ বল' সংস্করণ। ইতোমধ্যে এ নিয়ে বেশ তোড়জোড় শুরু হয়েছে। বিশ্বজুড়ে অনেক সাবেক ও বর্তমান ক্রিকেটার এবং ভক্ত এ নিয়ে নানা ধরনের মন্তব্য করছেন।
তবে ইংলিশ ক্রিকেটার ইয়ন মরগান বললেন, নতুন এই সংস্করণ ছাড়া ক্রিকেটই মরে যাব। ইসিসি'র তত্ত্বাবধানে আন্তর্জাতিকভাবে টেস্ট, ওয়ানডে ও টি-টুয়েন্টি ছাড়াও ঘরোয়াভাবে ফার্স্ট ক্লাস, লিস্ট-এ, টি- টোয়েন্টি ফরম্যাটে খেলা হয়। এছাড়া গতবছর শুরু হয়েছে টি-টেন লিগ। সিক্স-এ-সাইড ক্রিকেট আগে থেকেই আছে।
এর মাঝেই ইসিবি ঘোষণা দিয়েছে নতুন দর্শক আকর্ষণের উদ্দেশ্যে তারা '১০০ বল' এর নতুন ফরম্যাটের ক্রিকেট টুর্নামেন্টের কথা চিন্তা করছে। পুরুষ ও নারী উভয়েরই ৮ দলের এই প্রতিযোগিতা শুরু হবে ২০২০ সাল থেকে।
মরগান এই ফরম্যাট নিয়ে আশাবাদীদের দলেই আছেন। ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে তিনি বলেছেন এটি দর্শক টানবে, 'আমার অনেক বন্ধু আছে যারা কখনোই ক্রিকেট ম্যাচ দেখতে আসে না। কিন্তু তারা এখনই বলছে এই ফরম্যাট নিয়ে আলোচনা তারা উপভোগ করছেন। এটাই লক্ষ্য। আমরা খেলাটি বাড়ানোর চেষ্টা করছি।'
তবে ক্রিকেটে মানুষের অংশগ্রহণ নিয়েই শঙ্কিত এই বাঁহাতি ব্যাটসম্যান। তার মতে পরিবর্তন না আসলে খেলাটিই মরে যাবে, 'বেশ কিছু সময় ধরে ক্রিকেটে মানুষের অংশগ্রহণ নিম্নমুখী। খেলাটির খ্যাতি পরিবর্তনের জন্য আমাদের ভিন্ন কিছুই করতে হবে। কারণ আমরা যদি নমনীয় না হই এবং কোন পরিবর্তন না আনি, তাহলে খেলাটি মরে যাবে।'
বিডিপ্রতিদিন/ ই-জাহান