পায়ের ইনজুরি থেকে সুস্থ হয়ে উঠতে সাধ্যমত চেষ্টা চালিয়ে যাচ্ছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। বিশ্বকাপের আগেই নেইমারের সুস্থতার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন ব্রাজিলিয়ান দলের চিকিৎসক রডরিগো লাসমার।
পায়ের ইনজুরির কারণে ফেব্রুয়ারি থেকে মাঠের বাইরে রয়েছেন নেইমার। গত ৩ ফেব্রুয়ারি ব্রাজিলের বেলো হরাইজোন্টেতে তার সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়।
লাসমার বলেছেন, ‘সেরা সম্ভাব্য উপায়েই নেইমারের সুস্থতা বিবেচনা করা হচ্ছে। সে নিজেও কঠোর পরিশ্রম করছে। আশা করা হচ্ছে বিশ্বকাপের অনুশীলন সেশনে পুরোপুরি সুস্থ হয়ে সে ফিরতে পারবে।’
বিডি প্রতিদিন/২৮ এপ্রিল ২০১৮/এনায়েত করিম