লাসিথ মালিঙ্গা কিংবা জাসপ্রীত বুমরা। বললেই চোখের সামনে ভেসে ওঠে অদ্ভুত দর্শন বোলিং ডেলিভারি। কেদার যাদবের বোলিং অ্যাকশন নিয়েও অনেক কথা উঠেছে।
এবার আরও অবাক করলেন মনোজ তিওয়ারি। চলতি আইপিএলে এই মনোজ তিওয়ারির বোলিং অ্যাকশন রীতিমতো ‘হিট’। কিংস ইলেভেন পাঞ্জাবের জার্সিতে তার একটি ডেলিভারি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে।
অনেকেই বলছেন, মনোজের ডেলিভারি গলি ক্রিকেটের মতো। বিভিন্ন প্রান্তের গলি ক্রিকেটে অদ্ভুত অ্যাকশন বল করতে দেখা যায়। সেখানে নিয়মের বেড়াজাল থাকে না। আন্তর্জাতিক স্তরে সেই বোলিং ডেলিভারি বৈধতা পাওয়ার প্রশ্নই নেই।
মনোজের ডেলিভারি সেই রকম হওয়ার প্রশ্ন উঠলেও এখনও পর্যন্ত নিয়ম লঙ্ঘনের অভিযোগ ওঠেনি। স্টাম্পের উচ্চতার নিচে পৌঁছাচ্ছিল তার ডেলিভারি। যা উচ্চতায় মালিঙ্গার ডেলিভারির চেয়েও কম। জানা গেছে, বিপক্ষের রান আটকানোর জন্যেই তিনি এমন ডেলিভারি করেছিলেন।
মনোজের এমন বোলিং দেখেই হাসাহাসি চলছে সোশ্যাল মিডিয়ায়। ট্রোলিংয়ের নিশানাতেও তিনি। হায়দরাবাদ বনাম পাঞ্জাব ম্যাচে ১৩ রানে জিতে যায় কেন উইলিয়ামসনদের টিম। সেই ম্যাচেই মনোজের ডেলিভারি এখন সোশ্যাল মিডিয়ার চর্চায়।
ক্যারিয়ারের শুরুতে মনোজ তিওয়ারি লেগ স্পিনার হিসেবে নজরে এসেছেন। কিংসদের জার্সিতে ব্যাট হাতে তেমন সাফল্য পাননি। তবে ডেলিভারির সৌজন্যে তিনি আপাতত বিখ্যাত।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর