অধিনায়ক রোহিত শর্মার অপরাজিত ৫৬ রানে ভর করে শনিবার চেন্নাইকে হারিয়ে আইপিএলে নিজেদের দ্বিতীয় জয় হাসিল করেছে মুম্বাই ইন্ডিয়ানস৷ এরপরই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে রোহিত জানান, এই জয়ের গতি ধরে রেখে একাদশ আইপিএলে লড়াইয়ে ফিরতে চান তারা৷
৬ ম্যাচ খেলে ৫টিতে হার নিয়ে একাদশ আইপিএলের পয়েন্ট টেবিলে একেবারে শেষে ছিল মুম্বাই৷ শনিবার অধিনায়ক রোহিত শর্মার ব্যাটে সুপার কিংসদের হারিয়ে জয়ে ফিরল মুম্বাই৷ সঙ্গে পয়েন্ট টেবিলে দিল্লি ও ব্যাঙ্গালোরকে টপকে দু’ধাপ উঠে এল ইন্ডিয়ানসরা৷ ৭ ম্যাচে দুটি জয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের ৬ নম্বর স্থানে থাকল রোহিতরা৷
৮ উইকেটে চেন্নাই সুপার কিংসদের হারানোর পর প্লেয়ার অফ দ্য ম্যাচ পুরস্কার নিতে এসে রোহিত বলেন, ‘আশা রাখছি এই ম্যাচ থেকেই জয়ের ধারা এগিয়ে নিয়ে যেতে পারব আমরা৷ এই জয় আমাদের খেলায় গতি আনবে৷’
এরপরই নিজেদের পারফরমেন্সের ব্যাপারে তিনি বলেন, ‘সানরাইজার্সের বিরুদ্ধে ম্যাচটি ছাড়া আমরা কিন্তু প্রতিটা ম্যাচেই ১৯০ এর উপরে রান করেছি৷ এই জয়টা ভীষন প্রয়োজন ছিল আমাদের জন্য৷ আমি ছেলেদের বলেছিলাম ব্যক্তিগত সিদ্ধান্ত না নিতে৷ দলের কথা মাথায় রেখে ঠান্ডা মাথায় খেলে যেতে৷’
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর