একাদশ আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলছেন বাংলাদেশের অন্যতম সেরা পেস বোলার মোস্তাফিজুর রহমান। টানা ছয় ম্যাচ খেলার পর মোস্তাফিজকে বাদ দিয়ে একাদশ গঠন করে মুম্বাই।
গতকাল শনিবার চেন্নাইয়ের বিপক্ষে মোস্তাফিজের বদলে খেলানো হল বেন কাটিংকে। মোস্তাফিজুর রহমানের পরিবর্তে খেলতে নেমে প্রত্যাশিত বোলিং করতে পারেননি বেন কাটিং। এক ওভারে ১৪ রান দেন তিনি। এরপর আর তাকে বোলিংয়ে আনেননি মুম্বাইয়ের অধিনায়ক রোহিত শর্মা।
শুধু মোস্তাফিজই নয়, চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ক্যারিবীয় অলরাউন্ডার কায়রন পোলার্ডকেও বসিয়ে রেখে তার পরিবর্তে দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার জেপি ডুমিনিকে খেলিয়েছেন রোহিত শর্মা।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর