রেকর্ড গড়ে ফ্রান্সের ক্লাব পিএসজি'তে যোগ দেওয়ার পর থেকেই নানাভাবে আলোচিত-সমালোচিত ব্রাজিলিয়ান তারকা নেইমার। কিছুদিন আগে ফ্রান্সের সাবেক ফুটবলার ডুগারি খুব কড়া ভাষায় সমালোচনা করেছেন তার। সাবেক এই ফ্রান্স তারকার অভিযোগ, লিগ ওয়ান শিরোপা জেতার দিন পিএসজি’র খেলোয়াড়দের সঙ্গে না থেকে ক্লাবকে অসম্মান করেছেন।
আবার নেইমারের পিএসজি ছাড়ার গুঞ্জন নিয়ে মুখ খুললেন ডুগারি। তিনি বলেন, নেইমার সমর্থকদের সঙ্গে প্রতারণা করছেন। তিনি পিএসজি ছেড়ে অন্যকোন ক্লাবে যাচ্ছেন কিনা তা পরিস্কার করে তার জানানো উচিত। এবার নেইমারের সমালোচনায় পিএসজি সমর্থকরা। এছাড়া নেইমার দল ছাড়বেন এমন ইঙ্গিত করে তারা সমালোচনা করেছন।
বিডি প্রতিদিন/২৯এপ্রিল ২০১৮/ওয়াসিফ