মাঠে বরাবরই মাথা ঠাণ্ডা রাখতে ভালবাসেন। তা সে টিম ইন্ডিয়ার অধিনায়ক থাকাকালীন হোক কিংবা চেন্নাই সুপার কিংস অধিনায়ক। মাঠে সতীর্থরা ভুল করলেও মাথা গরম করতে দেখা যায়না ধোনিকে। তিনি ভুলটা শুধু শুধরে দেন। এতদিন ক্রিকেটপ্রেমীরা এমনটাই জানতেন। কিন্তু এই ধারণা সঠিক নয়।
দু’বছরের নির্বাসন কাটিয়ে আইপিএলে ফিরেছে চেন্নাই সুপার কিংস। আবার ট্রফি জিততে মরিয়া ধোনি। ব্যাটিংটা ঠিকঠাক হলেও চেন্নাই বোলিং এবং ফিল্ডিংয়ে গলদ থেকে যাচ্ছে। আম্বাতি রাইডু, শেন ওয়াটসন, মহেন্দ্র সিং ধোনিরা খেলে দিচ্ছেন। কিন্তু কয়েকটি ম্যাচে চেন্নাইকে হারতেও হয়েছে। যার কারণ দুর্বল বোলিং এবং খারাপ ফিল্ডিং। এটাই ভাবিয়ে তুলেছে ধোনিকে।
তাই আইপিএলেও মাঝেমধ্যে মাথা গরম করে ফেলেছেন ধোনি। রাজস্থান ম্যাচে চেন্নাইকে হারতে হয়েছিল। ভুল লেংথে বল করার জন্য বোলারদের উপর রেগে যান ধোনি। এমনকি সেই ম্যাচে একটি ক্যাচ ধরার পর রাগে বলটিকে ছুঁড়ে ফেলে দেন ধোনি। যা তার চরিত্রবিরোধী। আর রহস্যটা ফাঁস করেছেন সুরেশ রায়না।
রায়না দীর্ঘদিন ধোনির সঙ্গে খেলছেন। রায়নার মতে, ‘প্লে-অফের আগে ভুলত্রুটিগুলো সারিয়ে নিতে চাইছে আমাদের অধিনায়ক। সেটা বোলারদের বুঝিয়ে দেওয়া হয়েছে। দু’বছর পর আবার আইপিএল জিততে মরিয়া বলেই ধোনি ভুলগুলো শোধরানের চেষ্টা করছে। প্লে-অফে ভুলগুলো হলে মুশকিল। পরিকল্পনাগুলো যাতে ঠিকভাবে কাজে লাগানো যায়। তারই চেষ্টা করছে ধোনি।’
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর