রাশিয়া বিশ্বকাপকে ঘিরে ময়দানি লড়াইয়ে নামতে যাওয়া দেশগুলো এরই মধ্যে দল ঘোষণা শুরু করে দিয়েছে।আর তারই সেই ধারআবাহিকতায় বাংলাদেশ সময় বৃহস্পতিবার দিবাগত রাতে ২৩ সদস্যের দল ঘোষণা করেছে অন্যতম ফেভারিট ফ্রান্স।
তবে ফুটবল বিশ্বকে চমকে দিয়ে স্কোয়াডে জায়গা হয়নি অ্যান্থনি মার্শাল, আলেক্সান্দ্রে, করিম বেনজেমা ও দিমিত্রি পায়েতের। অন্যদিকে, দিদিয়ের দেশমের ২৩ সদস্যের স্কোয়াডে ইংলিশ প্রিমিয়ার লিগের ৫ জন খেলোয়াড় রয়েছেন। তারা হলেন ম্যানচেস্টার সিটির বেঞ্জামিন মেন্ডি, চেলসির এ’গোলো কান্তে ও স্ট্রাইকার অলিভার জিরোড, ম্যানচেস্টার ইউনাইটেডের পল পগবা ও টটেনম্যাহের গোলরক্ষক হুগো লরিস।
ফ্রান্সের ২৩ সদস্যের স্কোয়াড:
গোলরক্ষক: হুগো লরিস, স্টিভ মান্দানা ও আলফোনসি আরেওলা।
ডিফেন্ডার: বেঞ্জামিন মেন্ডি, লুকাস হার্নান্দেজ, প্রেসনেল কিম্পেম্বে, বেঞ্জামিন পাভার্ড, আদিল রামি, জিব্রিল সিদিবে, স্যামুয়েল উমতিতি ও রাফায়েল ভারানে।
মিডফিল্ডার: ব্লাইস মাতুইদি, এন’গোলো কান্তে, স্টিভেন এ’জোঞ্জি, পল পোগবা ও কোরেনতিন তোলিসো।
ফরোয়ার্ড: কালিয়ান এমবাপে, ওসমানে দেম্বেলে, নাবিল ফেকির, অলিভার জিরোড, অ্যান্তোনিও গ্রিজমান, থমাস লেমার, ফ্লোরিয়ান থাউভিন।
এছাড়া, স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে ১১ জন।
বিডি প্রতিদিন/ ১৮ মে ২০১৮/ ওয়াসিফ