দুর্দান্ত ফর্মে রয়েছেন পাকিস্তানের তরুণ ওপেনার ইমাম-উল-হককে। ধারাবাহিকভাবে পারফর্ম করে চলেছেন তিনি। তবে সব জায়গায়ই তাবক শুনতে হয় ‘ইনজামামের ভাতিজার কি খবর?’ চাচা ইনজামাম-উল-হক পাকিস্তান দলের সাবেক অধিনায়ক ছিলেন, এখন প্রধান নির্বাচক। আর এই পরিচয়-পদবিতেই যেন বারবার প্রশ্নবিদ্ধ ইমাম!
অভিষেক টেস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে অপরাজিত ৭৪ রানের দারুণ এক ইনিংস খেলেছেন ইমাম। তবে দলকে পরাজয়ের হাত থেকে বাঁচানোর পর ইমামকেই কথা শুনতে হলো! ধারাভাষ্যকার রমিজ রাজা বাঁহাতি এই ব্যাটসম্যানকে বলে বসলেন, ‘এবার তবে চাচা ইনজামাম নির্ভার হলেন!’
এ ব্যাপারে ইমাম বলেন, ‘আমি এখন এটাতে অভ্যস্ত। যখন আমাকে ওয়ানডে দলে নেয়া হয়, তখনও চাপ ছিল। আমি তখন ভালো পারফর্ম করি, এখন আমি আত্মবিশ্বাসী। সামনে ইংল্যান্ড সফরের দিকে তাকিয়ে আছি।’
সমালোচকদের মুখ বন্ধ রাখতে যে ধারাবাহিকভাবে পারফর্ম করতে হবে তা ভালো করেই জানেন ইমাম। তিনি বলেন, ‘বাস্তবতা হলো, আমি তার (ইনজামাম) ভাতিজা। আমি তো রক্তের সম্পর্ক বদলাতে পারব না। আমি শুধু ব্যাট হাতে পারফর্ম করতে পারি, খেলতে পারি ইতিবাচকভাবে।’
বিডি প্রতিদিন/ ১৮ মে ২০১৮/ ওয়াসিফ