সুস্থ হয়ে পুরোদমে অনুশীলনে ফিরেছেন নেইমার। আশা করা হচ্ছে, আগামী ১৭ জুন বিশ্বকাপে ব্রাজিলের প্রথম ম্যাচে খেলবেন দলের সেরা তারকা। কিন্তু নেতৃত্ব দেবেন কে ম্যাচটিতে? নেইমার, না অন্য কেউ? ব্রাজিলের কোচ তিতে ইঙ্গিত দিয়েছেন, নেইমার নন, ব্রাজিলের হেক্সা মিশনের নেতৃত্ব দেবেন গ্যাব্রিয়েল জেসুস। অবশ্য ২১ বছর বয়সী জেসুসকে প্রস্তুতি ম্যাচগুলোতে পরীক্ষা দিয়ে উতরাতে হবে। মূল মঞ্চে নামার আগে পাঁচবারের বিশ্বকাপ জয়ীরা দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে। ৩ জুন প্রস্তুতি ম্যাচের প্রথম প্রতিপক্ষ ক্রোয়েশিয়া এবং ১০ জুন অস্ট্রিয়া।
অধিনায়ক মনোনয়ন নিয়ে তিতে বলেন, ‘উইলিয়ান, থিয়াগো সিলভা, ফেলিপ্পে লুইস, ফার্নান্দিনহোসহ একাদশের অনেকের নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে। অধিনায়কত্ব না করা একমাত্র খেলোয়াড় গ্যাব্রিয়েল জেসুস। আমরা নেতৃত্বের এই পালাবদল বজায় রাখব। আর এভাবেই খেলোয়াড়দের নেতৃত্বগুণ সম্পর্কে ধারণা পাওয়া যায়। দানি আলভেজের বদলে কে অধিনায়ক হবেন, এখনই সেটা জানাচ্ছি না।’
ব্রাজিলিয়ান দলের অন্যতম সেরা স্ট্রাইকার জেসুস। তিনি খেলছেন ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটিতে। তবে ইনজুরির জন্য নিয়মিত খেলেননি। বিপরীতে লিভারপুলের পক্ষে দারুণ খেলছেন রবার্তো ফিরমিনো। ইনজুরিতে নিয়মিত না খেললেও তিতের আস্থায় সবার ওপরে জেসুস, ‘ব্রাজিলের জার্সিতে অসাধারণ খেলেন জেসুস। সে-ই আমাদের মূল স্ট্রাইকার।’
বিডি-প্রতিদিন/১৯ মে, ২০১৮/মাহবুব