রাশিয়া বিশ্বকাপের বাছাইপর্বে দারুণ পারফর্ম করেছে নাইজেরিয়া। আফ্রিকা অঞ্চলের প্রথম দল হিসেবে বিশ্বকাপের চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়েছে তারা। সে লক্ষ্যে ‘সুপার ঈগল’ খ্যাত নাইজেরিয়ান ফুটবল দলের ৩০ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন নাইজেরিয়ার কোচ গারনট রোর। দলের অধিনায়কত্বে রয়েছেন জন অবি মিকেল।
‘ডি’ গ্রুপে নাইজেরিয়ার তিন প্রতিপক্ষ আর্জেন্টিনা, আইসল্যান্ড এবং ক্রোয়েশিয়া।
নাইজেরিয়ার প্রাথমিক স্কোয়াড
গোলকিপার: ফ্রান্সিস উঝো, ইকেচু এজেনওয়া, ড্যানিয়েল আকপি, দেলে আজিবো।
ডিফেন্ডার: টাইরন ইবুই, আব্দুল্লাহি শেহু, অলাউলুয়া আইনা, এলডারসন ইচিজি, ব্রায়ান ইদু, চিদোজি ওয়াজিম, উইলিয়াম একন, লিওন বালোগান, কেনেথ অমেরো, স্টিফেন ইজি।
মিডফিল্ডার: ওগেনি ওনাজি, জন অবি মিকেল, উইলফ্রেড দিদি, ওঘনেকার ইতেব, জন ওগু, উচে আগবো, জোয়েল অবি, মিকেল আগু।
ফরোয়ার্ড: আহমেদ মুসা, কেলেচি হেনাচো, মোসেস সাইমন, ভিক্টর মোসেস, ওডিওন ঘালো, অ্যালেক্স অবি, জুনিয়র লোকোসা, সিমিওন ওয়াংকো।
বিডি প্রতিদিন/ ১৯ মে ২০১৮/ ওয়াসিফ