ফ্রেঞ্চ ওপেনে ফাইনালে রাফায়েল নাদাল। শুক্রবার দ্বিতীয় সেমিফাইনালে তার সামনে দাঁড়াতেই পারলেন না আর্জেন্টিনার খুয়ান মার্তিন দেল পোত্র। স্ট্রেট সেটে ম্যাচ জিতলেন স্প্যানিশ তারকা। খেলার ফল ৬-৪, ৬-১, ৬-২। কোয়ার্টার ফাইনালে যেখানে শেষ করেছিলেন রাফা, সেমিফাইনালে ঠিক সেখান থেকেই শুরু। আর একটি ম্যাচ জিতলেই একাদশবার এই খেতাবের মালিক হবেন তিনি।
এ দিন অবশ্য শুরুতে কিছুটা লড়াইয়ে ছিলেন দেল পোত্র। ছয়টি ব্রেক পয়েন্টও পেয়েছিলেন তিনি কিন্তু কার্যকর করতে ব্যর্থ হন। তবে প্রথম বার ব্রেক পয়েন্ট পাওয়ার পর সুযোগ হাতছাড়া করেননি নাদাল। এর পর আর ফিরে তাকাতে হয়নি নাদালকে।
দ্বিতীয় সেটে প্রায় উড়িয়ে দিলেন আর্জেন্টাইনকে। যত সময় যায় ম্যাচে জাঁকিয়ে বসতে থাকেন নাদাল। সৌজন্যে ড্রপ শট এবং তার চিরাচরিত ব্যাক হ্যান্ড শট। সারা ম্যাচে পাঁচটি ব্রেক পয়েন্ট পান তিনি। ফলে বোঝাই যাচ্ছে নাদালের আধিপত্য। আগামী রবিবার ফাইনালে তিনি মুখোমুখি হবেন ডমিনিক থিয়েমের।
বিডি প্রতিদিন/০৯ জুন ২০১৮/আরাফাত