ফ্রান্সে ক্যারিয়ারের প্রথম গ্রান্ড স্লাম খেতাব জিতলেন টেনিসের বর্তমান নাম্বার ওয়ান সিমোনা হালেপ। মার্কিন স্লোয়ানে স্টিফেনকে ৩-৬, ৬-৪ ও ৬-১ সেটে হারিয়ে ফ্রান্স ওপেন চ্যাম্পিয়নশিপ জিতেছেন এ রোমানিয়ান খেলোয়াড়।
প্রথম গ্রান্ড স্লামটি বেশ কষ্ট করেই জিততে হয়েছে ২৬ বছর বয়সী হালেপকে। জানিয়েছেন, 'দ্বিতীয় সেটের পর মনে হয়েছিল সব শেষ। আর কিছুই করার নেই তাই ম্যাচটি উপভোগ করবো।শুধু চেষ্টা করেছি গত বছরের মতো কিছু যাতে না হয়। সামর্থ্যমতো সব কৌশল প্রয়োগের চেষ্টা করেছি।'
নাম্বার ওয়ান হওয়ার পর প্রথম গ্ল্যান্ড সাম জেতা চতুর্থ খেলোয়াড় হালেপ। এ তালিকায় আরও আছেন কিম ক্লাইস্টার্স, এমেলিয়ে মৌরেসমো ও ক্যারোলিন ওজনিয়াকি। সূত্র: ইএসপিএন
বিডি প্রতিদিন/ফারজানা