এসিসি ওমেন্স এশিয়া কাপ টি-টোয়েন্টি টুর্নামেন্টের ফাইনালে ভারতের বিপক্ষে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের মেয়েরা।
এশিয়া কাপের ইতিহাসে এখন পর্যন্ত ৬ বার অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে ভারত। এর আগে এশিয়া কাপে মাত্র একটি ম্যাচ তারা হেরেছে। আর সেই হারের স্বাদ তারা পায় চলতি আসরে বাংলাদেশের বিপক্ষেই। গ্রুপ পর্বের সেই ম্যাচে পরে ব্যাট করে শক্তিশালী ভারতের বিপক্ষে অবিস্মরণীয় জয় পেয়েছিল বাংলাদেশের মেয়েরা।
বাংলাদেশ একাদশ: সালমা খাতুন, রোমানা আহমেদ, জাহানারা আলম, ফারজানা হক পিংকি, নিগার সুলতানা জোত্যি, খাদিজা তুল কুবরা, ফাহিমা খাতুন, শামীমা সুলতানা, নাহিদা আকতার, সানজিদা আলম এবং আয়েশা রহমান।
ভারত একাদশ: হারমানপ্রিত কৌর, ঝুলান গোস্বামি, স্মৃতি মান্ধানা, একতা বিশ্ত, মিথালি রাজ, শিখা পান্ডে, ভেদা কৃষ্ণামুর্থি, পুনাম, তানিয়া ভাটিয়া, দীপ্তি শর্মা এবং অনুজা পাতিল।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর