নারী এশিয়া কাপ ক্রিকেটের ফাইনালে ভারতের বিপক্ষে টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। সেই সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করেছে সালমা বাহিনীর বোলিং বিভাগ।
মালয়েশিয়ার কুয়ালালামপুরে বাংলাদেশের নারী দলের বোলিং আক্রমনের মুখে প্রথম ৭ ওভারে ২৮ রান সংগ্রহ করতেই ৩ উইকেট হারিয়েছে বেকফুটে চলে যায় ভারত। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতীয় নারী দলের সংগ্রহ ১৫ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ৭৪ রান।
প্রথম ম্যাচে হারের পর থেকে দুর্দান্ত খেলে যাচ্ছেন বাংলাদেশের নারী ক্রিকেটাররা। নিজেদের প্রথম ম্যাচে শ্রীলংকার কাছে হারের পর বিস্ময়করভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। পাকিস্তান, ভারত, থাইল্যান্ড ও স্বাগতিক মালয়েশিয়াকে দাপটের সঙ্গে হারিয়েছেন বাঘিনীরা
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর