মালয়েশিয়ার কুয়ালালামপুরের কিনরারা একাডেমিতে এশিয়া কাপের ফাইনালে টসে জিতে ভারতীয় মেয়েদের ব্যাটিংয়ে পাঠান বাংলাদেশ অধিনায়ক সালমা খাতুন। বাংলাদেশি মেয়েদের বোলিং তোপে পড়ে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১১২ রান করে ভারত। ১১৩ রানের টার্গেটে পায় বাংলাদেশ।
মালয়েশিয়ার কুয়ালালামপুরে টসে হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশের নারী দলের বোলিং আক্রমনের মুখে প্রথম ৭ ওভারে ২৮ রান সংগ্রহ করতেই ৩ উইকেট হারিয়েছে বেকফুটে চলে যায় ভারত। ম্যাচের এক পর্যায়ে ১৫ ওভারে ৭৪ রানে ৭ উইকেট হারিয়ে বসে ভারত।
কিন্তু ভারতের এক পাশ আগলে রাখেন হারমানপিত কের। দলের হয়ে একমাত্র হাফ সেঞ্চুরিটি আসে তার ব্যাট থেকেই। তার ব্যাটেই ভর করে ২০ ওভারে ৯ উইকেট খুঁইয়ে ভারত সংগ্রহ করে ১১২ রান।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর