টিমমেট মেরিজানে ক্যাপকে বিয়ে করেছেন দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দলের অধিনায়ক ড্যান ভ্যান নাইক। দক্ষিণ আফ্রিকার নারী ক্রিকেট টিমের ইতিহাসে এটি প্রথম কোনও সমকামি বিয়ে। মেরিজানে ক্যাপকে বিয়ের পর সোশ্যাল মিডিয়ায় বিয়ের ছবিও শেয়ার করেছেন তাঁরা।
নাইকে ও ক্যাপের বিয়েতে উপস্থিত ছিলেন তাঁদের দলের অন্যান্য খেলোয়াড়রা। বন্ধুবান্ধব, পরিবারের সদস্যরাও।
২০০৯ সালে নারী বিশ্বকাপের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন এই দুই ক্রিকেটার। নাইকে ২০১৭-১৮ সালের জন্য দক্ষিণ আফ্রিকার সেরা নারী ক্রিকেটারের সম্মান পান। বিগ ব্যাশে সিডনি সিক্সার্সের জন্য খেলেন এই দুই ক্রিকেটার।
উল্লেখ্য, আফ্রিকা মহাদেশের প্রথম ও এখন পর্যন্ত একমাত্র দেশ দক্ষিণ আফ্রিকা। যেখানে ২০০৬ সালে থেকে সমকামী বিয়ে বৈধ ঘোষণা করা হয়। একই সময় থেকেই তাঁরা সন্তানেরও অভিভাবক হওয়ার অনুমতি পায়।
বিডি-প্রতিদিন/ ই-জাহান