আগামী বছরের শুরুতে বাংলাদেশ সফরে আসার কথা ছিল জিম্বাবুয়ের। তবে সফরের সূচিতে পরিবর্তন আনা হয়েছে। জানুয়ারি নয়, অক্টোবর মাসেই বাংলাদেশ সফর করবে জিম্বাবুয়ে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সূত্রে এমনটাই জানানো হয়েছে।
এ ব্যাপারে জানানো হয়, জিম্বাবুয়ে দল বাংলাদেশে আসছে আগামী অক্টোবরেই। জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড নীতিগতভাবে রাজি হয়েছে অক্টোবরে সিরিজ খেলতে। এখন সফরের সূচি চূড়ান্ত করার কাজ চলছে।
উল্লেখ্য, এই সিরিজে দু'টি টেস্ট এবং তিনটি ওয়ানডে অনুষ্ঠিত হবে। অক্টোবরের মাঝামাঝি সময় পর্যন্ত জিম্বাবুয়ে দক্ষিণ আফ্রিকাতেই থাকবে। তাই মাসের শেষের দিকে সিরিজটি শুরু হবে বলে আশা করা যাচ্ছে।
বিডি প্রতিদিন/ ১০ জুলাই ২০১৮/ ওয়াসিফ