ফিটনেস টেস্টে পাস করতে না পেরে আফগানিস্তানের বিরুদ্ধে ঘরের মাঠে একটি মাত্র টেস্ট থেকে বাদ পড়েছিলেন ভারতীয় পেসার মোহাম্মদ শামি। এবার সেই ফিটনেস টেস্টে পাস করে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজে নির্বাচকদের সামনে দরজা খোলা রাখলেন তিনি।
ব্যক্তিগত সমস্যা মিটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার জন্য তৈরি শামি। ৩০টি টেস্টে ১০০টি উইকেট নিয়েছেন তিনি। ইংল্যান্ডের পরিবেশে ভারতীয় দলের অন্যতম অস্ত্র হয়ে উঠতে পারেন এই পেসার। তাই শামির মতো অভিজ্ঞ বোলারকে দলে নিতে পারেন জাতীয় নির্বাচকরা।
উল্লেখ্য, সম্প্রতি ফিটনেস একটা বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে টিম ইন্ডিয়ার। চোটের জন্য ইংল্যান্ড থেকে ফিরে আসতে হয়েছে যশপ্রীত বুমরাকে। ফিটনেস টেস্টে পাস করেই টেস্ট দলে আসতে হবে তাকেও। ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজে স্কোয়াডে তার থাকার অনেকটাই নির্ভর করছে ফিটনেসের ওপর।
বিডি প্রতিদিন/ ১০ জুলাই ২০১৮/ ওয়াসিফ