টি-২০ সিরিজে এসেছে ২-১ ব্যবধানে জয়। এবার ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ জয় লক্ষ্য ভারতের। আগামীকাল বৃহস্পতিবার জুলাই ট্রেন্ট ব্রিজে প্রথম ম্যাচ। ৩ ম্যাচের সিরিজে ৩-০ ব্যবধানে জিততে পারলে ভারত আবার উঠে আসবে একদিনের ক্রিকেটে এক নম্বরে।
এই মুহূর্তে একদিনের ক্রিকেটে শীর্ষে রয়েছে ইংল্যান্ড। ১২৬ রেটিং পয়েন্ট নিয়ে ইংল্যান্ড রয়েছে শীর্ষে। ভারতের সেখানে ১২২ পয়েন্ট। অস্ট্রেলিয়াকে ঘরের মাটিতে কিছুদিন আগেই একদিনের সিরিজে হোয়াইটওয়াশ করেছিল ইংল্যান্ড। সেই ছন্দটা ভারতের বিরুদ্ধেও বজায় রাখতে চায় ইয়ন মর্গ্যানের দল। তবে ইংরেজদের কাজটা সহজ নয়।
সীমিত ওভারের ক্রিকেটে ভারত বিশ্ব ক্রিকেটের অন্যতম শক্তিশালী দল। রোহিত, ধাওয়ান, বিরাট, রাহুলের মতো ব্যাটসম্যানরা রয়েছেন। রানের গতি বাড়ানোর জন্য শেষের দিকে রয়েছেন ধোনি, হার্দিক। বোলিংয়ে ভুবনেশ্বর কুমার আছেন। তবে বোলিংয়ে ভারতের বড় ভরসা চাহাল-কুলদীপ জুটি।
টি-২০ ম্যাচে এই জুটি ইংল্যান্ডের নাভিশ্বাস তুলে ছেড়েছে এই জুটি। ইংল্যান্ডও অবশ্য ঘরের মাঠে ছেড়ে দেবে না। টি-২০ সিরিজে হারের বদলা নিতে চাইবে। তাদের দলও যথেষ্ট শক্তিশালী। তাই একটা জমজমাট সিরিজের অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর