ভারত-ইংল্যান্ডের প্রথম টেস্ট ১ আগস্ট। অন্যভারে বললে, এই টেস্ট হবে বিরাট কোহলি বনাম জেমস অ্যান্ডারসন লড়াইয়ের। টেস্ট ইতিহাসে ইংল্যান্ডের সর্বোচ্চ উইকেটশিকারী ২০১৪ সালের সিরিজে বিরাটকে সফল হতে দেননি। ৫ টেস্টে মাত্র ১৩৪ রান করেছিলেন বিরাট। তাই বলাই বাহুল্য, এবার ইংলিশদের মাঠে লাল বলের ক্রিকেটে রান পেতে মরিয়া ভারত অধিনায়ক।
তবে নিজে ব্যর্থ হলেও দলের প্রতি বিশ্বাস আছে কোহলির। তিনি বলেছেন, ‘আমি ব্যর্থ হলেও জেতার ক্ষমতা রাখে দল।’ কিন্তু জেমস অ্যান্ডারসন বিরাটের এই যুক্তি একেবারেই উড়িয়ে দিচ্ছেন। অ্যান্ডারসন বললেন, ‘বিরাটের রান পাওয়া না পাওয়ার উপর সত্যিই কি কিছু নির্ভর করে না? আমার মনে হয় বিরাট মিথ্যা বলছে।’
এরপরই ইংরেজ পেসারের সংযোজন, ‘ভারতকে জিততে হলে কোহলিকে রান পেতে হবে। দলের জন্য রান করতে মরিয়া থাকবে বিরাট।’
অ্যান্ডারসন আরও বলেন, ‘অতীত অভিজ্ঞতা থেকে ক্রিকেটাররা শিক্ষা নেয়। আর কোহলির মধ্যে প্রচুর ট্যালেন্ট রয়েছে। কোহলি যে এবার প্রস্তুত হয়েই নামবে সে ব্যাপারে আমি নিশ্চিত।’
বিডি প্রতিদিন/ ২৪ জুলাই ২০১৮/ ওয়াসিফ