ক্যারিবীয়ান দ্বীপপুঞ্জের ওয়ার্নার পার্কে আগামী ৩১ জুলাই প্রথম টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। আর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ যাচ্ছেন দুই বাংলাদেশি ক্রিকেটার সৌম্য সরকার ও আরিফুল হক।
আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ক্যারিবীয় দ্বীপের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন দুই টাইগার সদস্য। আর ওয়ানডে সিরিজ শেষে দেশে ফিরবেন মাশরাফি বিন মর্তুজা, এনামুল হক বিজয় ও নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি বিশ্বস্ত সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রটির দেয়া তথ্যমতে, 'টি-টোয়েন্টি খেলতে সৌম্য সরকার ও আরিফুল হক আজ সন্ধ্যায় যাচ্ছে। আর ওয়ানডে শেষে মাশরাফি, বিজয় ও নাজমুল হোসেন শান্ত দেশে ফিরবে।'
টি-টোয়েন্টি সিরিজের সূচি:
৩১ জুলাই প্রথম টি-টোয়েন্টি।
৪ আগস্ট দ্বিতীয় টি-টোয়েন্টি।
৫ আগস্ট তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি।
বিডি-প্রতিদিন/ ই-জাহান